এ বছরেই শতভাগ বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে বলে আশা করা যায়। আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ পঞ্চানন বিশ্বাসের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে চারটার দিকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

ঝালকাঠি-১ আসনের বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৪ লাখ ৯৫ হাজার কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন বিদ্যমান রয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের দুই মেয়াদে নতুন ২ লাখ ৩৫ হাজার কিলোমিটার লাইন নির্মাণ হয়েছে। এ সময়ে ২ কোটি ১৭ লাখ নতুন সংযোগের মাধ্যমে মোট গ্রাহক ৩ কোটি ২৫ লাখে উন্নীত হয়েছে। বিদ্যুতে সিস্টেম লস ১৬ দশমিক ৮৫ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৮৫ ভাগে দাঁড়িয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮৪ হাজার ৫৬৩টি গ্রামের মধ্যে ৭০ হাজার ১২০টিতে পূর্ণাঙ্গভাবে ও ৯ হাজার ৮১৮টিতে আংশিকভাবে বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। ৪ হাজার ৬২৫টি গ্রাম অবিদ্যুতায়িত রয়েছে।

নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমানে ১ হাজার ১৬৬ মেগাওয়াট ক্ষমতার ১৪টি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে।