আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক সাইদুজ্জামান। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

সূত্র জানিয়েছে, লিয়াকত আলী আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, লিয়াকত আলী অবৈধ উপায়ে ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ২৩১ টাকা দামের স্থাবর-অস্থাবর সম্পদসহ একটি ট্রাক ও একটি মোটরসাইকেল নিজ নামে অর্জন করেছেন। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদসহ একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের তথ্য গোপন করেছেন।

এজাহারে আরও বলা হয়, সম্পদ বিবরণী যাচাইয়ের সময় দেখা যায়, লিয়াকত আলীর নামে মোট ৩ কোটি ১৭ লাখ ৩১ হাজার ১০৯ টাকার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া যায়। তাঁর আয়কর নথিতে ঘোষিত ব্যয় ও খরচ ছাড়া ব্যবসা ও দান হিসেবে পাওয়া মোট সম্পদের মূল্য ৫৯ লাখ ৭৮ হাজার ৮৭৮ টাকা। তাঁর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায় ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ২৩১ টাকার।