ডাকসু নির্বাচনে শর্তহীন সহযোগিতার আশ্বাস ক্ষমতাসীন ছাত্রজোটের

আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ডাকসু নির্বাচন সফল করতে শর্তহীন সহযোগিতা ও উদারতা দেখানোর আশ্বাস দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১৪ দলের ছাত্রসংগঠনগুলোর জোট ছাত্রসংগ্রাম পরিষদ৷ এ ছাড়াও ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনাধারণকারী সব ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন জোটের নেতারা৷

আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোটের পক্ষ থেকে এই আশ্বাস ও আহ্বান জানানো হয়৷

জোটের নেতৃত্বে থাকা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণতান্ত্রিক, জ্ঞানভিত্তিক, নির্বাচিত নেতৃত্বের ছাত্ররাজনীতি ও সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশার বিশ্ববিদ্যালয়ের জন্য ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানায় ছাত্রসংগ্রাম পরিষদ৷ অধিকার আদায়ের মাধ্যমে যুগোপযোগী উপযুক্ত শিক্ষা নিশ্চিত করে দক্ষ নেতৃত্ব ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে ছাত্রদের পথনির্দেশ করাই আমাদের লক্ষ্য ও কর্মকৌশল।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘সব ছাত্রসংগঠনের অংশগ্রহণ দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত হতে যাওয়া ১১ মার্চকে আরও তাৎপর্যপূর্ণ করবে বলে আমরা বিশ্বাস করি৷’ এ ছাড়াও, জোটের বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক, প্রগতিশীল ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের জন্য তাঁদের ধারাবাহিক লড়াই-সংগ্রামের অবশ্যম্ভাবী বিজয়ের প্রত্যয় ব্যক্ত করা হয়৷

জোটের অন্য সংগঠনগুলো হলো বাংলাদেশ ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, ছাত্রলীগ (বিসিএল), ছাত্র আন্দোলন ও ছাত্র সমিতি৷

এদিকে আজ সোমবার সকালে দীর্ঘ ২৮ বছর পর হতে যাওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে৷ ডাকসুর সংশোধিত গঠনতন্ত্র ও আচরণবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন৷ বেশ কয়েকটি ছাত্রসংগঠনের পক্ষ থেকে হলের বাইরে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র করার দাবি থাকলেও ভোটকেন্দ্র হচ্ছে হলেই৷

তফসিলকে স্বাগত জানিয়ে আজ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ৷ অন্যদিকে ছাত্রদল, বামপন্থী ছাত্রসংগঠনগুলোর দুই মোর্চা প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য এবং নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে৷