'গোয়াল তোমার, গরু আমার'

যশোরের কেশবপুরে কয়েক দিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ। গরু চুরি করেই ক্ষান্ত হতো না চোরেরা, লিখে যেত, ‘গোয়াল তোমার, গরু আমার’। এরপর সতর্ক অবস্থান নেন গ্রামবাসী। সেই গ্রামবাসীর গণপিটুনিতে গতকাল সোমবার রাতে আনিস নঈম (২৪) নামের সন্দেহভাজন এক গরুচোর নিহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, গতকাল দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভান্ডারখেলা গ্রামে নছিমনে করে গরু চুরি করতে যায় একদল গরুচোর। আতিয়ার রহমানের বাড়িতে গরু চুরি করতে গেলে বাড়ির লোকেরা টের পেয়ে চিৎকার শুরু করেন। এলাকার মানুষ চোরদের ধাওয়া দেয়। ওই দলের সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও একজন সাইকেলসহ ধরা পড়ে। ওই বাড়িতেও চোরেরা লিখে যায়, ‘গোয়াল তোমার, গরু আমার’। পরে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয় লোকটি। লাশটি আনিসের বলে শনাক্ত করা হয়। বর্তমানে লাশটি কেশবপুর থানায় আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম বলেন, এলাকায় প্রতি রাতেই গরু চুরি হচ্ছে। মাসখানেক ধরে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। প্রথমে খবদহ গ্রামের জলিল মোড়লের বাড়িতে গরু চুরি করে লাল কালি দিয়ে চোরের দল লিখে রাখে, ‘গোয়াল তোমার, গরু আমার’। অন্যান্য জায়গাতেও একই ধরনের লেখা পাওয়া যায়। এরপর থেকে এলাকাবাসী রাত জেগে গোয়াল পাহারা দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল গণপিটুনিতে এক গরুচোর নিহত হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, গণপিটুনিতে নিহত নাঈম উপজেলার নতুন মূলগ্রামের মশিয়ার রহমানের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হবে।