জমে উঠেছে ফুলের হাট

>১৩ ফেব্রুয়ারি বসন্তবরণ উৎসব। এর পরের দিন বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয়জনকে এসব উৎসবে ফুল দিয়ে চমকে দিতে ভালোবাসেন মানুষ। এ উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ফুলের হাট জমে উঠেছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই হাটে ফুলের বেচাকেনা শুরু হয়, যা চলে সকাল ১০টা পর্যন্ত। দেশের একমাত্র পাইকারি ফুলের এই হাটে সারা দেশের ব্যবসায়ীরা ফুল কিনতে যান। আসন্ন উৎসবে সারা দেশে এই হাটের ফুল সুবাস ছড়াবে।
পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ফুলের হাট বসেছে।
পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ফুলের হাট বসেছে।
গদখালী বাজারে বিক্রির জন্য জড়ো করা হয়েছে গোলাপ, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল।
গদখালী বাজারে বিক্রির জন্য জড়ো করা হয়েছে গোলাপ, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল।
পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনের হাতে পৌঁছে যাবে এসব বাহারি গ্লাডিওলাস।
পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনের হাতে পৌঁছে যাবে এসব বাহারি গ্লাডিওলাস।
এসব দিবসে অন্তত ৬৫ থেকে ৭০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন গদখালীর ফুলচাষিরা।
এসব দিবসে অন্তত ৬৫ থেকে ৭০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন গদখালীর ফুলচাষিরা।
এই হাটে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়া, রাজশাহী, খুলনা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারি ক্রেতারা ফুল কিনতে যান।
এই হাটে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়া, রাজশাহী, খুলনা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারি ক্রেতারা ফুল কিনতে যান।
হাটে বিক্রি হয় গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকাসহ নানা ধরনের ফুল।
হাটে বিক্রি হয় গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকাসহ নানা ধরনের ফুল।