বিএনপি-জামায়াত কেউ কাউকে ছাড়বে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জামায়াতকে কিংবা জামায়াত বিএনপিকে ছাড়বে না। বিএনপির এবং জামায়াতের চিন্তাচেতনা অনেকটা একই।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। মন্ত্রণালয়েরে বিভিন্ন উন্নয়নসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এটা আমার কাছে মনে হয় না যে বিএনপি জামায়াতকে অথবা জামায়াত বিএনপিকে ছাড়বে। এটা হলেও কৌশলগত হতে পারে। তাদের চিন্তাভাবনা, তারা যে চেতনা ধারণ করে, সে ক্ষেত্রে তারা অনেক কাছাকাছি। দুটির চেতনা একই। কোনোটা উদার, আবার কোনোটা উগ্রপন্থী।’ তিনি বলেন, ‘যে আদর্শ ও চেতনা ধারণ করে সেখানে তারা (বিএনপি-জামায়াত) খুব কাছাকাছি নয়? অনেক কাছাকাছি। আমি মনে করি দুটিই সাম্প্রদায়িক দল।’

বিএনপি উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কারা আসল, আর কারা বয়কট করল, এটা নিয়ে আসলে খুব একটা দুশ্চিন্তা বা মাথাব্যথার কোনো কারণ নেই। স্থানীয় সরকার নির্বাচন অনেকে দলীয় প্রতীকে না করলেও স্বতন্ত্রভাবে করতে পারে। তিনি আরও বলেন, বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক জায়গায় নির্বাচন করবে। এর কোনো প্রভাব প্রতিক্রিয়া আছে বলে মনে করি না। আসলে ভালো, না আসলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভাব হবে না।

ডাকসু নির্বাচনে বিএনপির ছাত্রসংগঠন অংশ নিচ্ছে না—এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, অংশ নেবে না, এটা তারা এখনো ঘোষণা দেয়নি। দেখা যাক, মনোনয়নপত্র জমা দেওয়ার এখনো তো অনেক সময় বাকি আছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে কথাটা বলা যাবে। আপাতত দাবি-দাওয়ার প্রশ্নে কিছু কিছু অবস্থান তো দলগতভাবে থাকতেই পারে। তিনি দাবি করেন, ‘আমার মনে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এখনো যা বলবেন, ছাত্রদল সেটাই মেনে নেবে। ছাত্রদল তারেক রহমানের অনুগত শুরু থেকেই। ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কথাই তারা শুনবে বলে আমি মনে করি।’

সরকার একতরফাভাবে ডাকসু নির্বাচন করবে—বিএনপির এ অভিযোগের বিষয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ডাকসু নির্বাচনে একতরফা বা হস্তক্ষেপের সুযোগটা কোথায়? এখানে কি কেউ কেন্দ্র দখল করবে? এখানে কি সূক্ষ্ম কারচুপির কোনো সুযোগ আছে? কীভাবে হবে? ডাকসুর নির্বাচন তো প্রকাশ্যে ভোটাভুটি হবে।

সড়ক দুর্ঘটনাকে সবচেয়ে বড় দুর্ঘটনা উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকে কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করব। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে যাঁরা বিশেষজ্ঞ আছেন, তাঁদের নিয়ে কমিটি করে দেব। এর লাগাম টেনে ধরতে হবে। কারণ সড়ক দুর্ঘটনা এখন সবচেয়ে বড় দুর্ঘটনা।’