যাত্রী হয়রানি ও নদীদূষণের অভিযোগ জানাতে বিআইডব্লিউটিএর হটলাইন চালু

যাত্রী হয়রানি এবং নদী দখল-দূষণ রোধে হটলাইন চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল সোমবার দিবাগত রাত থেকে দুটি নম্বরে এই লাইন চালু করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, হটলাইন দুটো ২৪ ঘণ্টা চালু থাকবে। যে কেউ এ লাইনে কল করে ঢাকা নদীবন্দরে কুলি হয়রানিসহ বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদ দখল-দূষণ সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী বিআইডব্লিউটিএর হটলাইনের নম্বর দুটি হলো ০১৩০৪০০৪০০৩ এবং ০১৩০৪০০৪০০৬।