বাসন্তী রঙের বইমেলা

>

পয়লা ফাল্গুন আজ। ফাল্গুনের প্রথম দিনে অমর একুশে গ্রন্থমেলা যেন ভিন্ন রূপে সেজেছিল। বসন্তের বাসন্তী রং যেন লেগেছিল বইমেলায়। বইপ্রেমীরা ভিড় করেছেন বইমেলায়। নারীরা এসেছেন বাসন্তী রঙের শাড়িতে। তাঁদের মাথায় ছিল ফুলের মুকুট। পুরুষদের গায়ে ছিল নানা রঙের পাঞ্জাবি। ছোটদের সাজও ছিল চোখে পড়ার মতো। সারা দিন বইপ্রেমীরা মেলায় ঘুরে বই কিনেছেন এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়েছেন। ছবিগুলো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের

১ / ৭
বাসন্তী রঙের শাড়ি পরে মেলায় কিশোরী ও তরুণীরা।
বাসন্তী রঙের শাড়ি পরে মেলায় কিশোরী ও তরুণীরা।
২ / ৭
বই পছন্দ করছেন এক বইপ্রেমী।
বই পছন্দ করছেন এক বইপ্রেমী।
৩ / ৭
একটি স্টলে বই দেখছেন জার্মানি থেকে আসা কয়েকজন।
একটি স্টলে বই দেখছেন জার্মানি থেকে আসা কয়েকজন।
৪ / ৭
মায়ের সঙ্গে বইমেলায় সে।
মায়ের সঙ্গে বইমেলায় সে।
৫ / ৭
অনেকেই দল বেঁধে বইমেলায় এসেছেন।
অনেকেই দল বেঁধে বইমেলায় এসেছেন।
৬ / ৭
মনের মতো বই খুঁজছেন একজন।
মনের মতো বই খুঁজছেন একজন।
৭ / ৭
অনেকে এসেছেন সপরিবার।
অনেকে এসেছেন সপরিবার।