সড়ক-মহাসড়কে থাকা বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি দ্রুত সরানোর নির্দেশ

ফাইল ছবি
ফাইল ছবি

সড়ক-মহাসড়কে থাকা বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তা যেন ৬০ দিনের বেশি না হয়, তাও বলে দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন।

সড়ক-মহাসড়কে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগ্রহ করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক গতকাল বুধবার রিটটি করেন।

আদালতে সৈয়দ সায়েদুল হক নিজেই রিটের পক্ষে শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

পরে আদেশের বিষয়টি জানিয়ে সৈয়দ সায়েদুল হক প্রথম আলোকে বলেন, সড়ক-মহাসড়কে থাকা বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করা কেন বেআইনি হবে না, এ বিষয়ে রুলে জানতে চাওয়া হয়েছে।