ভোটকেন্দ্র নিয়ে গণভোটের প্রস্তাব প্রাক্তন শিক্ষার্থীদের

ডাকসু
ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের আসন্ন নির্বাচনের ভোটকেন্দ্র কোথায় হবে—হলে নাকি একাডেমিক ভবনে, তা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে তুমুল আলোচনা। এ পরিস্থিতির সমাধানে গণভোটের প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ।

আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন মঞ্চের অন্যতম মুখপাত্র মওদুদ মিষ্ট। ডাকসুকে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলার ও লড়াই করার সংগঠন হিসেবে দেখতে চান ২০১২ সালে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের এই সংগঠন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মওদুদ মিষ্ট। ২০১২ সালে তিনিসহ বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী ডাকসু নির্বাচন বিষয়ে উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতেই এবারের ডাকসু নির্বাচন হচ্ছে বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে আমরা ডাকসু নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলাম। মাসের পর মাস ধরে চলা কর্মসূচির মধ্য দিয়ে দীর্ঘদিনের মৃতপ্রায় ডাকসু ইস্যুটিকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছিলাম আমরা। ২০১২ সালে করা রিটের আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা উকিল নোটিশ পাঠিয়েছিলাম। সেই নোটিশের জবাব দেওয়ার জন্য দুই দফায় সময় বাড়ানো হলেও প্রশাসন তার জবাব দেয়নি। তারপর যখন রিট করা হলো, কয়েক দফা সময় বাড়ানো হলেও তারও জবাব দেওয়া হয়নি। স্বৈরাচার কর্তৃপক্ষ তখন পরিবেশের দোহাই দিয়েছিল।’

ডাকসুর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে মঞ্চের পক্ষ থেকে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে নিজ হাতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষমতাসীন ছাত্রসংগঠনের খপ্পরে ঠেলে দিচ্ছে। ভোট নিয়েও শঙ্কার শেষ নেই। আদতে ভোট হবে তো? নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক না হলে শিক্ষার্থীদের উচ্ছলতা হতাশায় নিমজ্জিত হবে। বলা হচ্ছে—ডাকসু শিক্ষার্থীদের সংগঠন। অথচ এর চূড়ান্ত ক্ষমতা উপাচার্যের হাতে। ডাকসুর গঠনতন্ত্র উপাচার্যের বিধিনিষেধে ভরপুর। এটি মুক্তচিন্তা ও জ্ঞানচর্চার প্রতিবন্ধক '

সংবাদ সম্মেলনে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, ‘রায়ে পুলিশের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণে পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবে। তাই কোনো অজুহাত দেখিয়ে যেন না বলা হয় যে ডাকসু নির্বাচনের পরিবেশ নেই।'

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ২০১২ সালে শিক্ষার্থী অধিকার মঞ্চে সক্রিয় থাকা নূর বাহাদুর, তোয়াহা ফারুক, কাজী তৌফিক ইমাম, সাদমান সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।