উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন চুক্তি প্রতিহতের ডাক

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বক্তব্য দিচ্ছেন। ছবি: প্রথম আলো
তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বক্তব্য দিচ্ছেন। ছবি: প্রথম আলো

দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য এশিয়া এনার্জির সঙ্গে সম্প্রতি চায়না কোম্পানির হওয়া চুক্তি প্রতিহতের ডাক দিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে আজ শুক্রবার বিকেলে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার উদ্যোগে ‘ফুলবাড়ীর কয়লা সম্পদ ও জনতার ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন জাতীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ

অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, ২০০৬ সালে ফুলবাড়ীর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফুলবাড়ীবাসীর সঙ্গে যে চুক্তি হয়েছিল, তাতে উল্লেখ করা আছে, এই দেশে এশিয়া এনার্জি আর থাকতে পারবে না। এশিয়া এনার্জির নতুন এই চুক্তি অবৈধ। ফুলবাড়ীতে এসে বা ফুলবাড়ী নিয়ে যে ষড়যন্ত্র করা হোক না কেন, ফুলবাড়ীবাসীকে সঙ্গে নিয়ে ২০০৬ সালের ২৬ আগস্টের মতো আবারও গণ-আন্দোলন গড়ে তুলে সকল ষড়যন্ত্র বানচাল করা হবে।

আজকের সভায় আগামী ৩০ মার্চ উত্তরাঞ্চলীয় প্রতিনিধি সভা আহ্বান করা হয়। সেই সভায় বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নেতারা।

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন জাতীয় কমিটির সংগঠক ও প্রকৌশলী কল্লোল মোস্তফা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাব হোসাইন,তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার সদস্যসচিব জয়প্রকাশ গুপ্ত, জাতীয় কমিটির সদস্য সঞ্জিত প্রসাদ প্রমুখ।