চালক ঘুমে ট্রাক ভবনে

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে গতকাল শুক্রবার ভোরে পণ্যবাহী একটি ট্রাক বিদ্যুতের খুঁটি ভেঙে পাশের একটি ভবনে ঢুকে পড়ে। এতে গতকাল বিকেল পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল। পুলিশের ধারণা, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভবনটিতে ঢুকে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার পর চালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যান। পরে পবা হাইওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি বিদ্যুতের খুঁটি ভেঙে রাজশাহী-ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তী একটি দ্বিতল আবাসিক ভবনে ঢুকে পড়ে। এতে বাড়িটির নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির নিচতলায় দোকান বানিয়ে দিয়েছিলেন মালিক। তবে ট্রাকটি ঢুকে পড়ায় ভবন ক্ষতিগ্রস্ত হলেও দোকানে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে সকালের দিকে হাইওয়ে ফাঁড়ির পুলিশ এসে ট্রাকটি থানায় নিয়ে যায়। তবে ট্রাকের চালক বা সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের ধরতে পারেনি পুলিশ। এ ঘটনায় বিকেল পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় প্রায় দুটি বসতবাড়ি, বিদ্যুৎ লাইন ও ডিশ–সংযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকটি এখন ফাঁড়িতে রয়েছে।