শপথ নিলেন জাকিয়া নূর

স্পিকার শিরীন শারমিন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচিত সৈয়দা জাকিয়া নূরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। ছবি: বাসস
স্পিকার শিরীন শারমিন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচিত সৈয়দা জাকিয়া নূরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। ছবি: বাসস

একাদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচিত সৈয়দা জাকিয়া নূর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

আজ শনিবার জাতীয় সংসদ ভবনে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁর কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সৈয়দা জাকিয়া নুর এমপি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের মেয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েও শপথ নেওয়ার আগেই গত ৩ জানুয়ারি মারা যান। তাই এ আসনে আবারও তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এখানে সৈয়দা জাকিয়া নুর-এর সঙ্গে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইসি তাঁকে নির্বাচিত ঘোষণা করে।

শপথ গ্রহণের সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।