বাম জোটের সঙ্গে সভা বর্জন টিএসসির সংগঠনগুলোর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বৃহত্তর ঐক্য গড়ার পরিকল্পনা বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সেই লক্ষ্যে সংগঠনগুলোর দুই মোর্চা প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোসহ বিভিন্ন সংগঠন, প্ল্যাটফর্ম ও মঞ্চের সঙ্গে আলোচনায় বসেছিল৷ কিন্তু সেখানে গেলেও সভা শুরুর কিছুক্ষণ পর তা বর্জন করেছে টিএসসিভিত্তিক ২১টি সংগঠন৷

রোববার বিকেল সাড়ে চারটার দিকে টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়৷ সভায় টিএসসিভিত্তিক ২১টি সংগঠন, ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলন ও তৎপরতার মঞ্চ, যেমন ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’, ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’, ‘চায়ের কাপে ডাকসু’সহ ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন৷ মূলত কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে সভা বর্জন করে টিএসসির সংগঠনগুলো৷

সভা সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটায় সভার শুরুতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী আগত সংগঠনগুলোর প্রতিনিধিদের উদ্দেশে তাঁদের জোটের ১১ দফা তুলে ধরেন৷ এই ১১ দফার সঙ্গে একমত সংগঠনগুলোর সঙ্গে জোটগতভাবে ডাকসু নির্বাচন করবে বামপন্থী ছাত্রসংগঠনগুলো৷ একপর্যায়ে সভায় যোগ দিতে আসেন কোটা আন্দোলনকারীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল হকসহ ১০-১২ জন নেতা৷ তাঁরা প্রবেশ করতেই সভায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সভাপতি এস এম রাকিব সিরাজী৷ পরে তাঁর নেতৃত্বে টিএসসিভিত্তিক ২১টি সংগঠন সভা বর্জন করে৷

জানতে চাইলে এস এম রাকিব সিরাজী প্রথম আলোকে বলেন, ‘তাঁরা আমাদের সঙ্গে বসার কথা জানিয়েছিলেন। কিন্তু আমাদের অজ্ঞাতসারে ক্যাম্পাসের বাইরের অন্য সংগঠন এবং কিছু বিতর্কিত সংগঠনকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদ জানিয়ে আমরা সভা বর্জন করেছি৷’

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, বহিরাগত কাউকে সভায় আমন্ত্রণ জানানো হয়নি৷ আমন্ত্রণপত্রে স্পষ্ট উল্লেখ ছিল, কাদের সঙ্গে তাঁরা বসতে চান৷ টিএসসির সংগঠনগুলো ছাড়া অন্যরা তাঁদের ১১ দফার সঙ্গে একমত পোষণ করেছে বলেও জানান তিনি৷

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ১১ দফার সঙ্গে তাঁরা একমত হলেও তাঁদের সঙ্গে জোটগতভাবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের কোনো সিদ্ধান্ত এখনো তাঁরা নেননি৷ তবে হলের বাইরে ভোটকেন্দ্র করাসহ অভিন্ন দাবিগুলোতে তাঁদের (বামপন্থী) সঙ্গে জোটগতভাবে আন্দোলন করবেন তাঁরা৷