কাজী সাবিনা শ্রাবন্তীর বইয়ের মোড়ক উন্মোচন

কাজী সাবিনা শ্রাবন্তীর দুটি বই ‘ভালোবাসা মন্দবাসা’ এবং ‘কথার কথা’র মোড়ক উন্মোচন হয়েছে। কবিতা ক্যাফে, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
কাজী সাবিনা শ্রাবন্তীর দুটি বই ‘ভালোবাসা মন্দবাসা’ এবং ‘কথার কথা’র মোড়ক উন্মোচন হয়েছে। কবিতা ক্যাফে, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

কাজী সাবিনা শ্রাবন্তীর দুটি বই ‘ভালোবাসা মন্দবাসা’ এবং ‘কথার কথা’র মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল শনিবার বিকেলে নিউ এলিফ্যান্ট রোডের কবিতা ক্যাফেতে বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। 

অমর একুশে গ্রন্থমেলায় অন্বয় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কাজী সাবিনা শ্রাবন্তীর গল্পগ্রন্থ ‘ভালোবাসা মন্দবাসা’ এবং কবিতার বই ‘কথার কথা’। বই দুটি মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ২৬৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে কাজী সাবিনা শ্রাবন্তী বলেন, ‘নিজের ভালোলাগা থেকেই লেখালেখি করি। বই প্রকাশ পেলে ভালো লাগে, সেই সাথে দায়বদ্ধতাও চলে আসে। আমি কথা দিচ্ছি এর পর থেকে লেখার সময় পাঠকের চাহিদাকে নিজের রুচি, সৃজনশীলতা এবং ভালো লাগার মাধ্যমে প্রকাশ করব। ’

গবেষক ও শিক্ষক ড. মোরশেদ শফিউল হাসান বলেন, ‘কাজী সাবিনা শ্রাবন্তীকে আমি চিনি রোদসী সম্পাদক হিসেবে। তাঁর লেখকসত্তার পরিচয় পেয়ে ভালো লাগছে। লেখার টেবিলে লেখক সবচেয়ে নিঃসঙ্গতম ব্যক্তি। সেখানে তাঁর কোনো বন্ধু থাকে না, শত্রুও থাকে না। আমি লেখকের সাফল্য কামনা করছি। ’

কাজী সাবিনা শ্রাবন্তী মূলত কবি। এ ছাড়া ছোটগল্প এবং শিশুসাহিত্য তাঁর বিশেষ আগ্রহের জায়গা। লেখালেখি করছেন ছাত্রাবস্থা থেকেই। তবে শুধু লেখালেখি নয়, শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে সম্পাদনা করেছেন লিটলম্যাগ। ‘আমরা বাউল’ নামে লিটল ম্যাগাজিনটি কাজী সাবিনা সম্পাদনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময়। এখন সম্পাদনা করছেন নারী প্রাধান্য পারিবারিক ম্যাগাজিন ‘রোদসী’।

এর আগে পাঠক সমাবেশ থেকে ‘একগুচ্ছ অনুভূতি’ নামে কাজী সাবিনা শ্রাবন্তীর প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল। কাজী সাবিনা শ্রাবন্তীর লেখার মূল প্রতিপাদ্য হলো মানুষ এবং মানুষের বিচিত্র জীবন।

অনলাইন থেকে কিনতে চাইলে রকমারিডটকম থেকে অর্ডার করা যাবে ‘ভালোবাসা-মন্দবাসা’ এবং ‘কথার কথা’-এ বই দুটি।

রোদসী ম্যাগাজিনের হেড অব মার্কেটিং আবু জাবেদ লাবুর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসানুজ্জামান কল্লোল, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম, কথাসাহিত্যিক কাজী রাফি, প্রবাসী লেখক জসিম মল্লিক, কথাসাহিত্যিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গওহর গালিব, মিডিয়া ব্যক্তিত্ব রশিদুর রহমান সবুর, রোদসী ম্যাগাজিনের উপসম্পাদক রওশনয়ারা জামান মিলিসহ লেখক, সাংবাদিকেরা।