যুবলীগ নেতাকে জরিমানা

ফরিদপুর সদরের গোলডাঙ্গীর চর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি খননযন্ত্র ধ্বংস করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও জেলা প্রশাসকের কার্যালয়ের ডেপুটি কালেকটর (এনডিসি) হাসান মো. হাফিজুর রহমান।

ওই যুবলীগ নেতার নাম জাহাঙ্গীর আলম। তিনি ডিক্রিরচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ওরফে মিন্টুর ভাই।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হাসান মো. হাফিজুর রহমান বলেন, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গীচর এলাকায় এ অভিযান চালানো হয়। নদী থেকে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত দুটি খননযন্ত্র ধ্বংস করা হয়। তিনি বলেন, অবৈধভাবে বালু তোলার সময় জাহাঙ্গীর আলমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, পদ্মা নদীর পাশে গোলডাঙ্গীর চর এলাকায় সম্প্রতি সরকার একটি সেতু নির্মাণ করে। অবৈধভাবে বালু তোলার কারণে সেতুটি হুমকির মধ্যে ছিল।