মিষ্টির প্যাকেটে ওষুধ কেনাবেচা!

>রাজধানীর মোহাম্মদপুরের কসমোপলিটন হোমস মার্কেটের তিনটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাব-২ ও ঔষধ প্রশাসন অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। এ সময় রয়েল মেডিকেল হল, নরসিংদী ফার্মা ও হামিদা ফার্মা থেকে সরকারি হাসপাতালে বিনা মূল্যে বিতরণের জন্য উৎপাদিত বিপুল পরিমাণের ওষুধ ও সরঞ্জাম জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা পণ্যের মূল্য প্রায় এক কোটি টাকা। রয়েল মেডিকেল হল মিষ্টির বাক্সে করে এসব ওষুধ ও অন্য সরঞ্জাম আনা হতো এবং বিক্রিও হতো ওই প্যাকেটেই। ভ্রাম্যমাণ আদালত তিনটি ফার্মেসি সিলগালা করে দেয়।
গুদাম থেকে জব্দ হওয়া ওষুধ ও সরঞ্জাম।
গুদাম থেকে জব্দ হওয়া ওষুধ ও সরঞ্জাম।
ফার্মেসির গুদামভর্তি সরকারি ওষুধ ও সরঞ্জাম।
ফার্মেসির গুদামভর্তি সরকারি ওষুধ ও সরঞ্জাম।
ওষুধ, সিরিঞ্জ, ইনজেকশনের অ্যাম্পুল ইত্যাদি নানা পণ্য জব্দ করা হয়।
ওষুধ, সিরিঞ্জ, ইনজেকশনের অ্যাম্পুল ইত্যাদি নানা পণ্য জব্দ করা হয়।
রাষ্ট্রায়ত্ত এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের তৈরি অ্যাম্পুল।
রাষ্ট্রায়ত্ত এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের তৈরি অ্যাম্পুল।
ইনজেকশনের বাক্সে স্পষ্ট করে লেখা আছে, ‘সরকারি সম্পত্তি, বিক্রির জন্য নয়।’
ইনজেকশনের বাক্সে স্পষ্ট করে লেখা আছে, ‘সরকারি সম্পত্তি, বিক্রির জন্য নয়।’