এতিমখানায় যৌন নিপীড়নের মামলায় শিক্ষক গ্রেপ্তার

যৌন নিপীড়ন
যৌন নিপীড়ন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এতিমখানার তিন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় রবিউল ইসলাম (২৯) নামের এক শিক্ষককে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

ওই এতিমখানার ভাইস চেয়ারম্যান বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, রবিউল ১২ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এতিমখানার গোসলখানায় নিয়ে ধর্ষণ করেন। গত বছরের ২০ থেকে ২৫ জুনের মধ্যে আরেক শিক্ষার্থীকে গোসলখানায় নিয়ে যৌন নিপীড়ন করেন তিনি। একইভাবে তিনি ২ জানুয়ারি দুপুরে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গোসলখানায় নিয়ে যৌন নিপীড়ন করেন।

মামলার বাদী বলেন, ‘এত দিন বিষয়টি আমার জানা ছিল না। আমাদের প্রতিষ্ঠানে ৩৪ জন শিক্ষার্থী আছে। সম্প্রতি বিষয়টি জানার পর গতকাল সোমবার রাতে মামলা করি।’

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আলী আহসান তুহিন বলেন, ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযোগের সত্যতা সম্পর্কে জানা যাবে। ভুক্তভোগী শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, গ্রেপ্তার শিক্ষক যৌন নির্যাতনের বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।