বাতাসে সুগন্ধি ও পোড়া গন্ধ

>চকবাজারের চুড়িহাট্টা শাহি মসজিদ এলাকার অলিগলিতে ছড়িয়ে–ছিটিয়ে আছে বিভিন্ন প্রসাধনী ও সুগন্ধির হাজারো বোতল। সুগন্ধির তীব্র সুবাস ছাপিয়ে যাচ্ছে পোড়া গন্ধ। শাহি মসজিদের পাশের হাজী ওয়াহেদ ম্যানশনে গতকাল বুধবার রাতে আগুন লাগে। পরে এই আগুন আশপাশেও ছড়িয়ে যায়। আগুনের ঘটনায় অন্তত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনে দগ্ধ হয়ে অনেকে চিকিৎসাধীন। ওয়াহেদ ম্যানশনসহ আশপাশের ভবনগুলোতে প্রসাধনী ও সুগন্ধি তৈরির কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ জন্য আগুন নিয়ন্ত্রণেও ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। ছবিগুলো বৃহস্পতিবার সকালের।
হাজী ওয়াহেদ ম্যানশন নামের এই চারতলা ভবনেই প্রথমে আগুন লাগে।
হাজী ওয়াহেদ ম্যানশন নামের এই চারতলা ভবনেই প্রথমে আগুন লাগে।
চুড়িহাট্টা শাহি মসজিদ এলাকা এখন যেন ধ্বংসস্তূপ।
চুড়িহাট্টা শাহি মসজিদ এলাকা এখন যেন ধ্বংসস্তূপ।
এই আবাসিক ভবনে স্থাপন করা হয়েছিল একাধিক কারখানা।
এই আবাসিক ভবনে স্থাপন করা হয়েছিল একাধিক কারখানা।
হাজী ওয়াহেদ ম্যানশনের ভেতরে ছিল সুগন্ধি ও প্রসাধনীর কারখানা।
হাজী ওয়াহেদ ম্যানশনের ভেতরে ছিল সুগন্ধি ও প্রসাধনীর কারখানা।
ওয়াহেদ ম্যানশনের আগুনে পুড়ে গেছে পাশের ভবনের একটি গুদাম।
ওয়াহেদ ম্যানশনের আগুনে পুড়ে গেছে পাশের ভবনের একটি গুদাম।
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যেতে অনুরোধ করছেন এক স্বেচ্ছাসেবী।
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যেতে অনুরোধ করছেন এক স্বেচ্ছাসেবী।
পড়ে আছে পুড়ে যাওয়া যানবাহনের কাঠামো।
পড়ে আছে পুড়ে যাওয়া যানবাহনের কাঠামো।
স্বজন হারানোর আহাজারি।
স্বজন হারানোর আহাজারি।
ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা।
ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা।

আরও পড়ুন: