বিমানের লন্ডনগামী ফ্লাইটের আজারবাইজানে অবতরণ

ন্যাশনালে আছে। ছবি: সংগৃহীত
ন্যাশনালে আছে। ছবি: সংগৃহীত

যাত্রী অসুস্থতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী উড়োজাহাজ আজারবাইজানের বাকু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তবে অবতরণের পর শেখ সালেহা উদ্দিন নামের ওই যাত্রী মারা যান। পাসপোর্ট অনুযায়ী তাঁর বয়স ৭৫ বছর। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি। প্রায় পাঁচ ঘণ্টা পর বিমানটি বাকু ছেড়ে যায়।

লন্ডন পৌঁছানোর পর বিমানের এক যাত্রী প্রথম আলোকে জানান, আকাশপ্রদীপ নামের উড়োজাহাজটি গতকাল সকালে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়। যাওয়ার সময় যাত্রী সালেহা উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। বিমানেই তাঁকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়। এরপর ‘মেডিকেল ইমার্জেন্সি’ ঘোষণা করে বিমানটি বাকু বিমানবন্দরে অবতরণ করে। বাকু বিমানবন্দরে চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। বিমানটির যাত্রীদের পাঁচ ঘণ্টা বাকু বিমানবন্দরে রাখা হয়। আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে সালেহা উদ্দিনের লাশসহ কফিন লন্ডনে নেওয়া হয়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার বাংলাদেশ সময় বিজি ০০১ নম্বর লন্ডনগামী ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। বোয়িং ৭৭৭–৩০০ মডেলের বিমানটিতে ৪০৪ জন যাত্রী ছিলেন। বাংলাদেশ সময় রাত ১০টার দিকে বিমানটির লন্ডন পৌঁছানোর কথা ছিল। কিন্তু এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে বাকু বিমানবন্দরে অবতরণ করে।