ঢাকায় কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুড়িগ্রামের ৩ তরুণ

ঢাকায় কাজ করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন কুড়িগ্রামের তিন তরুণ। শুক্রবার সকালে নিজ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁদের লাশ দাফন করা হয়।

ওই তিন তরুণ হলেন কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের শিবের চর মাঠের পাড় এলাকার আব্দুল কাদেরের ছেলে সজিব (২৩), নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বাটুয়াখানা গ্রামের আবু বক্করের ছেলে খোরশেদ আলম (২২), হাজিপাড়া গোবর্ধনকুঠি গ্রামের রাজু মিয়া (১৮)।

গত বুধবার রাত ১০টার পর পুরান ঢাকার চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে কুড়িগ্রামের ওই তিন তরুণও আছেন। তাঁদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, চকবাজারে এক জুতার দোকান থেকে ভ্যানে মাল নিয়ে অন্য দোকানে যাওয়ার সময় অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম বলেন, বৃহস্পতিবার রাতে লাশ তিনটি তাঁদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়। শুক্রবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে নিজ নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হয়।

জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন বলেন, নিহত তিন যুবকের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।