চকবাজারে আগুনের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের শোক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

নিউইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘নির্মম এই ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি রইল গভীর সমবেদনা। সেই সঙ্গে ২০ ফেব্রুয়ারির সেই ঘটনায় যাঁরা আহত রয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

জাতিসংঘ মহাসচিব অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। পাশাপাশি যেকোনো ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন।

গত বুধবার রাতে পুরান ঢাকার প্রসাধনসামগ্রী ও প্লাস্টিক পণ্যের অন্যতম ব্যবসাকেন্দ্র চুড়িহাট্টায় আগুন লেগে ৬৭ জন নিহত হন। এলাকাটির বেশির ভাগ বাড়ির নিচে গড়ে তোলা কারখানা ও গুদামে রয়েছে অতি দাহ্য বস্তু। আগুন লাগলে বের হওয়ারও পথ নেই। ফায়ার সার্ভিসের গাড়িগুলো এসব গলিতে ঢুকতে পারে না। গত বুধবার অগ্নিকাণ্ডে এতগুলো মানুষ মারা যাওয়ার অন্যতম কারণ ছিল এটি।

চকবাজার, চুড়িহাট্টা এলাকায় বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী তৈরির কারখানা বাড়িতে বাড়িতে, যার বেশির ভাগই ‘নকল’ বলে স্বীকার করছেন ব্যবসায়ীরা।