ভারত-বাংলাদেশ সংগীত উৎসব

মৌলভীবাজারে ভারত-বাংলাদেশ সংগীত উৎসবে গানে গানে মেতে উঠেছিল উৎসব প্রাঙ্গণ। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে যৌথভাবে উৎসবের আয়োজন করে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং বাংলাদেশ ফোকলোর কালচার কনজারভেশন কমিটি মৌলভীবাজার। উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফোকলোর কালচার কনজারভেশন কমিটি মৌলভীবাজারের সভাপতি অমলেন্দু কুমার দাস। বাংলাদেশ ফোকলোর কালচার কনজারভেশন কমিটির সদস্য জিনাথ সুলতানা ও রোকশানা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সইকা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, সিলেটের ডিআইজি কামরুল আহসান, স্থানীয় সরকার মৌলভীবাজারের উপপরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আবু সুফিয়ান। সবশেষে সংগীত পরিবেশন করেন ভারতের শিল্পী মঞ্জুশ্রী দাস ও বিধান লস্কর এবং বাংলাদেশের লাভলী দেব। শিল্পীরা নানা ধরনের গান গেয়ে দর্শকদের আনন্দ দেন। নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার