সিলেটে নাট্য প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে আজ

সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামে আজ সোমবার শুরু হচ্ছে ১৪ দিনব্যাপী একুশের চেতনায় নাট্য প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায় অডিটরিয়াম-সংলগ্ন মুক্তমঞ্চে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের এ প্রদর্শনীর উদ্বোধন করার কথা রয়েছে।

‘সংলাপে-সংকল্পে থাক চেতনার একুশ’ স্লোগান নিয়ে অনুষ্ঠিতব্য উৎসবের উদ্বোধনী মঞ্চে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নৃত্য, গান ও আবৃত্তি হবে। প্রতিদিন সন্ধ্যা সাতটায় অডিটরিয়ামে নাটক মঞ্চায়িত হবে। আগামী ১০ মার্চ পর্যন্ত চলমান এ উৎসবে সিলেটের ১৪টি নাটকের দল নিজেদের প্রযোজিত নাটক মঞ্চায়ন করবে। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত নাট্য প্রদর্শনীর সহযোগিতায় রয়েছে সিলেট সিটি করপোরেশন।

উদ্বোধনী দিন সন্ধ্যা সাতটায় মিলনায়তনে কথাকলি সিলেট মঞ্চায়ন করবে কোর্ট মার্শাল নাটক। এস এম সোলায়মান রূপান্তরিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন আমিনুল ইসলাম চৌধুরী। ২৬ ফেব্রুয়ারি নবশিখা নাট্যদল মঞ্চায়ন করবে বীরাঙ্গনার বয়ান নাটকটি। রওশন জান্নাত রুশনী রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম। ২৭ ফেব্রুয়ারি নাট্য নিকেতন সিলেট মঞ্চায়ন করবে ভূমিকন্যা নাটকটি। এটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন চম্পক সরকার।

২৮ ফেব্রুয়ারি লিটল থিয়েটার সিলেট মঞ্চায়ন করবে ভাইবে রাধারমণ নাটক। এটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন তানভীর নাহিদ খান। ১ মার্চ নাট্যমঞ্চ সিলেট মঞ্চায়ন করবে বিদ্যুৎ কর রচিত ও রজতকান্তি গুপ্ত নির্দেশিত রঙ্গমালা নাটক। থিয়েটার সিলেট ২ মার্চ মঞ্চায়ন করবে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নাটক। এ নাটকের অনুবাদ ও নাট্যরূপের পাশাপাশি নির্দেশনা দিয়েছেন কামরুল হক। ৩ মার্চ দর্পণ থিয়েটার সিলেট মঞ্চায়ন করবে হট্টমালার ওপারে নাটক। বাদল সরকার রচিত এ নাটকের পুনর্নির্দেশনা দিয়েছেন নাহিদ পারভেজ ও সুপ্রিয় দেব।

৪ মার্চ থিয়েটার বাংলা সিলেট মঞ্চায়ন করবে ম্যারেজ ফোর্স নাটক। জে বি পি মলিয়র রচিত এ নাটকের নবরূপায়ণের পাশাপাশি নির্দেশনা দিয়েছেন মোস্তাক আহমেদ। স্পৃহা থিয়েটার সিলেট ৫ মার্চ মঞ্চায়ন করবে আবদুল্লাহ আল–মামুন রচিত সুবচন নির্বাচনে। এটি নির্দেশনা দিয়েছেন সৈয়দা সুরাইয়া জামান। ৬ মার্চ নান্দিক নাট্যদল সিলেট মঞ্চায়ন করবে হাসন রাজা নাটক। মোস্তাক আহমেদ রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন আমিরুল ইসলাম চৌধুরী।

৭ মার্চ নাট্যায়ন সিলেট মঞ্চায়ন করবে স্বপ্নলোকের চাবি। রুহুল আজাদ চৌধুরী রচিত এ নাটকের পুনর্নির্দেশনা দিয়েছেন চম্পক সরকার। ৮ মার্চ নগরনাট মঞ্চায়ন করবে বাইচাল। গোলাম শফিক রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন অর্ধেন্দু দাশ। ৯ মার্চ দিগন্ত থিয়েটার সিলেট মঞ্চায়ন করবে পেজগি। জে বি পি মলিয়র রচিত এ নাটকের নাট্যরূপ দিয়েছেন অপু আমান এবং নির্দেশনা দিয়েছেন দিবাকর সরকার। ১০ মার্চ নাট্যালোক সিলেট (সুরমা) মঞ্চায়ন করেছে বাবুল আহমদ রচিত কালচক্র। এ নাটকের নির্দেশনা দিয়েছেন খোয়াজ রহিম।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রথম আলোকে জানান, এ প্রদর্শনীতে কেবল সিলেটের নাট্য সংগঠনগুলোই মঞ্চায়নের সুযোগ পেয়েছে। নাট্য প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক শুরু হবে।