১৫০ কাস্টমার সার্ভিস রিপ্রেজেনটেটিভ নেবে ডিজিকন

কাস্টমার সার্ভিস রিপ্রেজেনটেটিভ পদে ১৫০ জনকে নিয়োগ দেবে ডিজিকন। ছবি: সংগৃহীত
কাস্টমার সার্ভিস রিপ্রেজেনটেটিভ পদে ১৫০ জনকে নিয়োগ দেবে ডিজিকন। ছবি: সংগৃহীত

ডিজিকন টেকনোলজিস লিমিটেড ‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেনটেটিভ’ পদে নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পদে মোট ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়ই এই পদে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা
এই পদে চাকরির প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরসহ ডিপ্লোমা পাস হতে হবে। অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর। এই পদে চাকরি করতে চাইলে আবেদনকারীকে কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে। এই পদের চূড়ান্ত নিয়োগ প্রার্থীকে খিলক্ষেত, মহাখালী, ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

বেতন: ৯ হাজার ৫০০ থেকে ১১ হাজার টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার জন্য শনি থেকে বৃহস্পতিবার(সরকারি ছুটির দিন বাদে) যেকোনো দিন সকাল সাড়ে ৯টার মধ্যে উপস্থিত হতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার ঠিকানা: ৪র্থ তলা, রাজউক ট্রেড সেন্টার, নিকুঞ্জ ২, খিলক্ষেত, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ২৬ মার্চ, ২০১৯।