র‍্যাগিংয়ের অপরাধে চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের অন্তত ১৫ শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অপরাধে দ্বিতীয় বর্ষের চার শিক্ষার্থীকে হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষার্থী শৃঙ্খলা কমিটির সদস্যসচিব মোহাম্মদ মশিউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া তাঁদের কেন ১ বছরের জন্য প্রাতিষ্ঠানিক বহিষ্কার করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন যন্ত্রকৌশল বিভাগের মো. রাজু আহম্মেদ, তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের মৃত্যুঞ্জয় কর, পুরকৌশল বিভাগের সিজান আহমেদ ও পুরকৌশল বিভাগের হৃদয় সাহা। বহিষ্কৃত সবাই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র ছিলেন। এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক মোহাম্মদ মশিউল হক বলেন, ১৯ ফেব্রুয়ারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের সময় বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ও প্রত্যক্ষদর্শী সহকারী প্রাধ্যক্ষেরা চার শিক্ষার্থীকে হাতেনাতে ধরেন।