এখন বইমেলায় প্রতিদিন ভিড়

>অমর একুশে গ্রন্থমেলার ২৬তম দিন আজ। বইমেলা শেষ হওয়ার পথে তাই বইপ্রেমীদের ভিড় বাড়ছে। বইমেলায় এখন প্রতিদিনই পাঠকের ভিড় হয়। বইয়ের বিক্রিও বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রথম দিকে বেশির ভাগ মানুষই মেলায় ঘুরতে আসতেন, এখন যাঁরা আসছেন তাঁদের বেশির ভাগই বইয়ের ক্রেতা। বেলা তিনটায় বইমেলার ফটক খোলে। আকাশ মেঘলা থাকা সত্ত্বেও বইপ্রেমীরা লাইন ধরে মেলায় ঢুকেছেন। ছবিগুলো সোহরাওয়ার্দী উদ্যানের।
বইমেলার বাইরে বইপ্রেমীদের দীর্ঘ লাইন।
বইমেলার বাইরে বইপ্রেমীদের দীর্ঘ লাইন।
বেলা তিনটা থেকেই মেলায় পাঠক সমাগম বেশি ছিল।
বেলা তিনটা থেকেই মেলায় পাঠক সমাগম বেশি ছিল।
পাঠকেরা বিভিন্ন স্টল ঘুরে পছন্দের বই খুঁজছেন।
পাঠকেরা বিভিন্ন স্টল ঘুরে পছন্দের বই খুঁজছেন।
দল বেঁধে বইমেলায় এসেছে শিক্ষার্থীরা।
দল বেঁধে বইমেলায় এসেছে শিক্ষার্থীরা।
পছন্দের বই খুঁজছেন দুই বোন।
পছন্দের বই খুঁজছেন দুই বোন।
কেনার আগে বইয়ের কিছু অংশ পড়ে দেখছেন তাঁরা।
কেনার আগে বইয়ের কিছু অংশ পড়ে দেখছেন তাঁরা।