ভোটারদের উৎসাহিত করা ভোটার দিবসের প্রধান উদ্দেশ্য: সিইসি

নির্বাচন কমিশনের র‍্যালি। ছবি: প্রথম আলো।
নির্বাচন কমিশনের র‍্যালি। ছবি: প্রথম আলো।

ভোটার হব, ভোট দেব—প্রতিপাদ্য সামনে রেখে দেশে আজ প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। ভোটারদের উৎসাহিত করা এ দিবসের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ শুক্রবার সকালে ভোটার দিবসের র‍্যালি শুরু করার আগে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাংবাদিকদের কাছে সিইসি এমন কথা বলেন। র‍্যালিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়।

সিইসি বলেন, এ দিবস ভোটারদের উদ্বুদ্ধ করার দিবস। ভোটদানে উৎসাহিত করাই এ দিবসের প্রধান উদ্দেশ্য। ভোটার নিবন্ধন একটি প্রক্রিয়া। তাই আলাদা দিবসের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করতে চাই।

সিটি নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, এ নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ করেনি, তবে জনগণ অংশগ্রহণ করেছে। তাদের ভোটে মেয়র নির্বাচিত হয়েছে। ঢাকা সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে। কারণ, এ নির্বাচনের মেয়াদ কম, বিএনপি অংশ না নেয়ায়ও ভোটার কম হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে ভোটার কম হয়েছে।

নির্বাচন কমিশনের ওপর বিরোধীদের আস্থা আছে কি না—এমন প্রশ্নে সিইসি বলেন, এ দেশের সংস্কৃতিই এটা যে পরাজিতরা সব সময় অনাস্থা প্রকাশ করবে।

ভোটের অধিকার পুরোপুরি নিশ্চিত করেছে এ কমিশন। জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে বলেও জানান সিইসি।

এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।