তারের সঙ্গে বসবাস!

>মাথার ওপরে তারের জটলা অপসারণে কমিটি গঠন করেও লাভ হয়নি। রাজধানীর বিভিন্ন স্থানে ঝুলছে তার আর তার। কোনোটি ইন্টারনেটের, কোনোটি ডিশ সংযোগের, কোনোটি সরাসরি বিদ্যুৎ সরবরাহের। এর মধ্যে অবৈধ বিদ্যুৎ সংযোগের তারও রয়েছে। শুধু রাস্তায়ই নয়, বিভিন্ন ভবনের ভেতরেও বিপজ্জনকভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে বিদ্যুতের তার। এসব তার থেকে ঘটতে পারে দুর্ঘটনা। কেননা তারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ছবিগুলো সোমবারের।
ফকিরাপুলের বক্স কালভার্ট রোডজুড়ে তারের জটলা।
ফকিরাপুলের বক্স কালভার্ট রোডজুড়ে তারের জটলা।
গাছটি তারে ছেয়ে গেছে। মতিঝিল পেট্রলপাম্প এলাকার চিত্র।
গাছটি তারে ছেয়ে গেছে। মতিঝিল পেট্রলপাম্প এলাকার চিত্র।
বায়তুল মোকাররম মার্কেট এলাকায় হকাররা এসব তার দিয়েই অবৈধভাবে বিদ্যুতের সংযোগ স্থাপন করেন।
বায়তুল মোকাররম মার্কেট এলাকায় হকাররা এসব তার দিয়েই অবৈধভাবে বিদ্যুতের সংযোগ স্থাপন করেন।
মতিঝিল এলাকায় তার আর তার।
মতিঝিল এলাকায় তার আর তার।
পুরানা পল্টন এলাকায় নতুন করে তার স্থাপন করছেন একজন।
পুরানা পল্টন এলাকায় নতুন করে তার স্থাপন করছেন একজন।
নীলক্ষেতের গাউসুল আজম সুপার মার্কেটের সিঁড়িতে বিপজ্জনকভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে বিদ্যুতের তার ।
নীলক্ষেতের গাউসুল আজম সুপার মার্কেটের সিঁড়িতে বিপজ্জনকভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে বিদ্যুতের তার ।