বনানীর লেকে পড়ে যাওয়া কিশোর এখনো নিখোঁজ

নিখোঁজ সোহাগের ছবি হাতে বাবা শরিফুল ইসলাম। ছবি: আবদুস সালাম
নিখোঁজ সোহাগের ছবি হাতে বাবা শরিফুল ইসলাম। ছবি: আবদুস সালাম

রাজধানীর বনানীর লেকে ডুবে যাওয়া সোহাগ নামের কিশোরের খোঁজ এখনো পাওয়া যায়নি। গতকাল সোমবার রাত ১১টার দিকে বনানী ১১ নম্বর রোডসংলগ্ন আনসার ক্যাম্পের সামনের লেকে পড়ে যায় সে। এর পর থেকে তাকে উদ্ধারে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। ২০ ঘণ্টা পার হলেও সোহাগের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সোহাগের বাবা শরীফুল ইসলাম জানান, সোহাগের বয়স আনুমানিক ১৫ বছর। তার বাড়ি রংপুরের পীরগাছায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সোহাগ লেকে পড়ে যাওয়ার পর স্থানীয় লোকজন ৯৯৯-এ ফোন দেন। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। তখন থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এখন পর্যন্ত সোহাগকে উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে। ডুবুরিদের একটি দল রয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা কামরুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।