ইয়াবা বিক্রির সময় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার!

জব্দ ইয়াবা বড়ি। ফাইল ছবি
জব্দ ইয়াবা বড়ি। ফাইল ছবি

রাতের বেলা ইয়াবা বিক্রি করছিলেন এক পুলিশ কনস্টেবল। বিক্রির সময় পুলিশেরই কাছে হাতেনাতে ধরা পড়েন তিনি। এখন তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।

গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম ফারুকুল ইসলাম (৩৭)। গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা-পুলিশের চালানো অভিযানে ৪২টি ইয়াবা ট্যাবলেটসহ ধরা পড়েছেন তিনি। গতকাল সোমবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফারুকুল সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের খায়রুজ্জামানের ছেলে। তিনি বর্তমানে দিনাজপুর কোতোয়ালি থানার বালুবাড়ি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে চাকরি করছেন। তাঁর কনস্টেবল নম্বর ৪৩১।

পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে ডোমেরহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪২টি ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ কনস্টেবল ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে ফারুকুল ইসলামের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ফারুকুল ইসলাম পুলিশে চাকরি করলেও ঘন ঘন বাড়িতে এসে মাদক ব্যবসা করতেন। পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি খারাপ আচরণ করতেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ফারুকুলকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।