ডিপিডিসির নির্বাহী পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

দুদক
দুদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক রমিজ উদ্দিন সরকারকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

দুদক জানায়, রমিজ উদ্দিন সরকারের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে গত বছরের ডিসেম্বরে এই প্রকৌশলীর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধান শেষে ৪ মার্চ তাঁকে তলব করে চিঠি পাঠানো হয়।