নারীর জন্য প্রীতি সম্মিলন

>আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে এক প্রীতি সম্মিলনের আয়োজন করে প্রথম আলো। জাতিসংঘের স্লোগানের সঙ্গে একাত্ম হয়ে প্রথম আলোরও প্রত্যয় ‘ভাবি সমান, হই চৌকস, বদলাই নতুনে’। ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানের শুরু হয় এফ–মাইনরের গান দিয়ে। প্রথম আলোর নারী কর্মীরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরে বিশেষ ভূমিকা রাখা সফল নারীরা। সম্মান জানানো হয় নানা ক্ষেত্রে অবদান রাখা নারীদের।
১ / ৭
দর্শক সারিতে প্রথম আলোর নারী কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের নারীরা।
দর্শক সারিতে প্রথম আলোর নারী কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের নারীরা।
২ / ৭
ড. নাজমিন বেগম এবং আলোর পাঠশালার শিক্ষক রিজিয়া খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা।
ড. নাজমিন বেগম এবং আলোর পাঠশালার শিক্ষক রিজিয়া খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা।
৩ / ৭
‘শিস প্রিয়া’ হিসেবে খ্যাত কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি শিস বাজিয়ে শোনাচ্ছেন।
‘শিস প্রিয়া’ হিসেবে খ্যাত কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি শিস বাজিয়ে শোনাচ্ছেন।
৪ / ৭
খালি গলায় গান গেয়ে দর্শক মাতান তাহসান খান।
খালি গলায় গান গেয়ে দর্শক মাতান তাহসান খান।
৫ / ৭
জেনিফার, মিরোনা ও নুসরাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা।
জেনিফার, মিরোনা ও নুসরাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা।
৬ / ৭
অনুষ্ঠানে তাঁদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে তাঁদের সম্মান জানানো হয়।
৭ / ৭
অনুষ্ঠানে গান করছেন কৃষ্ণকলি ইসলাম ও তাঁর দল।
অনুষ্ঠানে গান করছেন কৃষ্ণকলি ইসলাম ও তাঁর দল।