আরও ৬ সাংসদকে এলাকাছাড়ার নির্দেশ

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আরও ছয়জন সাংসদকে নির্বাচনী এলাকাছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি সচিবালয় থেকে ছয় সাংসদকে এলাকা ছাড়তে চিঠি দেওয়া হয়। তাঁদের আজ শুক্রবারের মধ্যে এলাকা ছাড়তে বলা হয়েছে।

এই ছয় সাংসদ হলেন কুড়িগ্রাম-৩ আসনের এম এ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন এবং সুনামগঞ্জ-২ আসনের জয়া সেনগুপ্তা।

এর আগে গত সপ্তাহে রাজশাহী–১ আসনের ওমর ফারুক চৌধুরী, নাটোর-৪ আসনের আবদুল কুদ্দুস ও নেত্রকোনা–৫ আসনের ওয়ারেসাত হোসেন বেলালকে একই ধরনের চিঠি দেওয়া হয়েছিল।

উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। সংসদ সদস্যরাও সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় আছেন। সে হিসেবে তাঁরাও নির্বাচনের প্রচারে অংশ নিতে পারেন না। কিন্তু বিভিন্ন উপজেলায় সাংসদেরা আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থী বা তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন।