কুড়িগ্রামে ৫ কেন্দ্রের ভোট স্থগিত

ভোট গ্রহণ স্থগিত হওয়ার পর ভোটারশূন্য একটি কেন্দ্র। ছবি: প্রথম আলো
ভোট গ্রহণ স্থগিত হওয়ার পর ভোটারশূন্য একটি কেন্দ্র। ছবি: প্রথম আলো

ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কুড়িগ্রামের সদর, উলিপুর, রৌমারী ও নাগেশ্বরী উপজেলার পাঁচটি কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কেন্দ্রগুলো হচ্ছে উলিপুর উপজেলার হোকোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা, নাগেশ্বরী উপজেলার কুটি নাওডাঙ্গা ফোরকানিয়া ইবতেদায়ি মাদ্রাসা, সদর উপজেলার শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রৌমারী উপজেলার ধনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সকালে সরেজমিন দেখা যায়, ভোটকেন্দ্রগুলোয় সেভাবে ভোটারের উপস্থিতি নেই। কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে সব প্রার্থীর এজেন্টও পাওয়া যায়নি।

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অন্যত্র শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে দাবি করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান।

তবে হাফিজুর রহমান স্বীকার করেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার পরও ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক নয়।