নির্বাচনী দায়িত্বে শিশু 'আনসার'!

নির্বাচনি দায়িত্বে সোনালী ও প্রেমা।
নির্বাচনি দায়িত্বে সোনালী ও প্রেমা।

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে সোনালী খাতুন (১৪) ও প্রেমা বিশ্বাস (১৬) নামের দুই শিশু আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। উপজেলার জোয়াড়ি ইউনিয়নের বাহিমালী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ওই শিশুকে সরকারি পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা যায়।

সোনালী উপজেলার আহমেদপুর এম এইচ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং প্রেমা বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। আনসার সদস্য হিসেবে তারা উপজেলা পরিষদ নির্বাচনে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পায়। গত রোববার সকালে বাহিমালী উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা হয় ওই দুই নিরাপত্তা আনসারের সঙ্গে। সে সময় তাদের পরনে ছিল নারী আনসার সদস্যের সবুজ শাড়ি। লাঠি হাতে দায়িত্ব পালন করছিল তারা।

স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ হোসেন জানান, শিশু বয়সে তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেওয়া ঠিক হয়নি। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জেনেশুনে কেন ওই শিশুদের দায়িত্ব দিয়েছেন, তা বোধগম্য নয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন নাটোর জেলা শাখার সভাপতি মাহফুল আলম জানান, জাতিসংঘের শিশু অধিকার সনদে ১৮ বছরের নিচে সব নাগরিককে শিশু হিসেবে গণ্য করতে হবে। তাদের দিয়ে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করানো যাবে না। এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারপরও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ওই দুই শিশুকে নির্বাচনের মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করে ঠিক করেনি।

এ ব্যাপারে আনছার-ভিডিপির উপজেলা প্রশিক্ষক মণিকা ডি কস্তা মুঠোফোনে জানান, তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না। তাদের আনসার-ভিডিপির প্রশিক্ষণ গ্রহণের কাগজপত্র ছিল। তাই তাদের নির্বাচনে দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে।