নারী উদ্যোক্তাদের জন্য কালারস প্লাটিনাম বিজনেস উইমেন অ্যাওয়ার্ড

‘প্লাটিনাম বিজনেস উইমেন অ্যাওয়ার্ড ২০১৯’ দেওয়ার উদ্যোগ নিয়েছে লাইফস্টাইল ম্যাগাজিন ‘কালারস’। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
‘প্লাটিনাম বিজনেস উইমেন অ্যাওয়ার্ড ২০১৯’ দেওয়ার উদ্যোগ নিয়েছে লাইফস্টাইল ম্যাগাজিন ‘কালারস’। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

দেশের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে ‘প্লাটিনাম বিজনেস উইমেন অ্যাওয়ার্ড ২০১৯’ দেওয়ার উদ্যোগ নিয়েছে লাইফস্টাইল ম্যাগাজিন ‘কালারস’। ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের কাজ জমা নেওয়া, যা ৩০ মার্চ পর্যন্ত চলবে। বিচারকদের মনোনয়নের পর আগামী ২৫ এপ্রিল রাজধানীর একটি হোটেলে সাত ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। তবে আগামী বছর থেকে প্রতি নারী দিবসে এ পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে কালারস ম্যাগাজিনের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ বলেন, ‘কালারস ম্যাগাজিন চার বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আমরা প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের প্রতি সম্মান জানাতে কালারস প্লাটিনাম বিজনেস উইমেন অ্যাওয়ার্ডের আয়োজন করেছি। নারীদের জন্য আমাদের এ ধরনের উদ্যোগ প্রথম।’

জাকারিয়া মাসুদ বলেন, ‘সারা দেশের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সর্বত্র নারীদের ভালো উদ্যোগকে প্রাধান্য দেব। বিভিন্ন ব্যাংকসহ নানা সোর্সের মাধ্যমে নারী উদ্যোক্তা বাছাই চলবে। তাদের উদ্যোগগুলো আমাদের কাছে আসার পরই জুরিবোর্ড তাদের মনোনীত করবে। সাধারণত পরিচিতরাই নানা পুরস্কারে ভূষিত হন। আমাদের ক্ষেত্রে হবে ব্যতিক্রম।’

জুরিবোর্ডের সদস্য ও অভিনেতা আফজাল হোসেন বলেন, নারীদের সাফল্যকে প্রশংসিত করার জন্যই এ সম্মাননা।

নারীদের উদ্যাক্তাদের মনোনয়নের জন্য জুরিবোর্ডের দায়িত্বে থাকবেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, মাত্রা অ্যাডভার্টাইজমেন্টের ম্যানেজিং পার্টনার আফজাল হুসাইন, আইডিএলসির সিইও এবং এমডি আরিফ খান, অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ম্যানেজার জেমস পি ম্যাকডোনাল্ড, ডিএইচএলের কান্ট্রি ম্যানেজার মো. মাইরুল হক, সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, মাইডাস গ্রুপের চেয়ারম্যান রোকিয়া আফজাল, মোহাম্মদী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রুবানা হক, র‍্যাংগস মোটরসের ম্যানেজিং ডিরেক্টর সোহানা রউফ চৌধুরী, অ্যাপেক্স ফুটওয়ারের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মনজুর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহিদুস সাদেক, সিটি ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা মির্জা গোলাম ইয়াহিয়া, লাকি বেগম প্রমুখ।