তিন ভোট কর্মকর্তা শ্রীঘরে

সিরাজগঞ্জের সেই তিন ভোট কর্মকর্তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা সদরের সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার ভোটের আগের রাতে ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ওই তিন কর্মকর্তাকে আটক করা হয়। তাঁরা হলেন প্রিসাইডিং কর্মকর্তা বহুলী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রানীগ্রাম বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন এবং সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ছোনগাছা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট আবদুল আলীম।

প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যানের দুটি পদে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ওই কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ ওঠায় রাতেই ভোট গ্রহণ স্থগিত করা হয়। গত সোমবার সদর উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বাদী হয়ে সদর থানায় নিয়মিত মামলা করেন।

সদর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, তিনজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।