সাড়ে ৫ কেজি সোনাসহ ২ চীনা নাগরিক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে পাঁচ কেজি সোনা জব্দকরা হয়। ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে পাঁচ কেজি সোনা জব্দকরা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে পাঁচ কেজি সোনার বারসহ চীনের দুই নাগরিককে আটক করা হয়েছে। তাঁরা দুটি সোলার হোম সিস্টেমের ভেতরে সোনার বারগুলো বহন করছিলেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সোনার চালানটি জব্দ করেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দলের সদস্যরা। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা।

আটক দুই চীনা নাগরিক হলেন চেন জিফা (২৯) ও দিং শাউশেং (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী জানান, সোনা পাচারের গোপন খবর পেয়ে বিমানবন্দরের ভেতরে বোর্ডিং ব্রিজ এলাকায় অবস্থান নেন প্রিভেনটিভ দলের সদস্যরা। সকাল সাড়ে নয়টার দিকে শারজাহ থেকে আগত একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর দুই চীনা যাত্রীকে ৯ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাঁদের কাছে শুল্ককর আরোপযোগ্য কোনো পণ্য আছে কি না, তা জানতে চাইলে তাঁরা অস্বীকার করেন। এরপর তাঁদের লাগেজগুলো স্ক্যানারে দেওয়া হলে দুটি লাগেজেই ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায়। পরে লাগেজ দুটি খুলে একই ধরনের দুটি জিপাস ব্যান্ডের সোলার হোম সিস্টেম পাওয়া যায়। সোলার সিস্টেমের ব্যাটারি খুলে ১০ তোলা ওজনের ২৪টি করে মোট ৪৮টি সোনার বার পাওয়া যায়।

এই দুই চীনা নাগরিকের কাছে পাওয়া যায় বিপুল পরিমাণের সোনা। ছবি: সংগৃহীত
এই দুই চীনা নাগরিকের কাছে পাওয়া যায় বিপুল পরিমাণের সোনা। ছবি: সংগৃহীত

অথেলো চৌধুরী জানান, জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা।

কর্তৃপক্ষ জানায়, আটক দুই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।