আবার ডাকসু নির্বাচনে অনশন, প্রতিবাদ

>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ডাকসুর পুনঃ তফসিল ও নতুন করে নির্বাচনের দাবিতে মঙ্গলবার রাত থেকে অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী। আবার কারচুপির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন, হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ চার দফা দাবিতে বুধবার রাত থেকে আমরণ অনশনে বসেছেন হলের পাঁচ শিক্ষার্থী। তাঁদের চারজন বিভিন্ন প্যানেল থেকে হল সংসদে প্রার্থী ছিলেন। অনশনকারী ছাত্রীদের অভিযোগ, কেন্দ্রীয় ছাত্রলীগ ও ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী নেতা-কর্মীদের নিয়ে তাঁদের হেনস্তা করেন।

পুনরায় ডাকসু নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আমরণ অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান করেছেন কয়েকজন সাধারণ শিক্ষার্থীও।
পুনরায় ডাকসু নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আমরণ অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান করেছেন কয়েকজন সাধারণ শিক্ষার্থীও।
আমরণ অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী।
আমরণ অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী।
চার দফা দাবি নিয়ে রোকেয়া হলের ছাত্রীদের মূল গেটের সামনে অনশন কর্মসূচি।
চার দফা দাবি নিয়ে রোকেয়া হলের ছাত্রীদের মূল গেটের সামনে অনশন কর্মসূচি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদার সংবাদ সম্মেলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদার সংবাদ সম্মেলন।
বিভিন্ন দাবিতে কালো ব্যানার নিয়ে ক্যাম্পাসে মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।
বিভিন্ন দাবিতে কালো ব্যানার নিয়ে ক্যাম্পাসে মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্য নেতা-কর্মীদের নিয়ে রোকেয়া হলের অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্য নেতা-কর্মীদের নিয়ে রোকেয়া হলের অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক।
রোকেয়া হলের অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে আসেন ঢাবি শাখা ছাত্রদলের নেতারা।
রোকেয়া হলের অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে আসেন ঢাবি শাখা ছাত্রদলের নেতারা।