শাবিপ্রবিতে জাতীয় ফিজিকস অলিম্পিয়াড শুরু

শাবিপ্রবির মুক্তমঞ্চে ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ছবি: আনিস মাহমুদ
শাবিপ্রবির মুক্তমঞ্চে ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ছবি: আনিস মাহমুদ

নবম ডাচ–বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় ফিজিকস অলিম্পিয়াড সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে। বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির ব্যবস্থাপনায় এ আয়োজনে সহযোগিতা করছে শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগ।

শুক্রবার সকাল নয়টার দিকে শাবিপ্রবির মুক্তমঞ্চে ফিজিকস অলিম্পিয়াডের উদ্বোধন করেন বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

শিশু কিশোরদের অটোগ্রাফ দিচ্ছেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। ছবি: আনিস মাহমুদ
শিশু কিশোরদের অটোগ্রাফ দিচ্ছেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। ছবি: আনিস মাহমুদ

ডাচ–বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন ইভেন্ট পতাকা, বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক এফ এ জাহাঙ্গীর মাসুদ অলিম্পিয়াডের পতাকা ও ফিজিকস অলিম্পিয়াডের আহ্বায়ক এবং শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সামসুন নাহার বেগম ভেন্যু (শাবিপ্রবি) পতাকা উত্তোলন করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম আরশাদ মোমেন, শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী, শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন বিভাগের অধ্যাপক মো. আরিফুল ইসলাম, ফিজিকস অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক শরীফ মো. শরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা তিন ঘন্টার মূল অলিম্পিয়াডে অংশ নিয়েছে। ছবি: আনিস মাহমুদ
শিক্ষার্থীরা তিন ঘন্টার মূল অলিম্পিয়াডে অংশ নিয়েছে। ছবি: আনিস মাহমুদ

এর আগে সকাল আটটা থেকে আঞ্চলিক পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন। সকাল সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা তিন ঘণ্টার মূল অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন। কাল শনিবার বিকেলে উৎসব শেষ হবে।