হেলিকপ্টারে পাঠানো হলো ভোটের সরঞ্জাম

দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে দুর্গম নাড়াইছড়িতে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন ভোট গ্রহণ কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপির সদস্যরা। গতকাল সকালে দীঘিনালা সেনানিবাসে।  ছবি: পলাশ বড়ুয়া
দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে দুর্গম নাড়াইছড়িতে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন ভোট গ্রহণ কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপির সদস্যরা। গতকাল সকালে দীঘিনালা সেনানিবাসে। ছবি: পলাশ বড়ুয়া

১৮ মার্চ দীঘিনালা উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে উপজেলার দুর্গম একটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ওই কেন্দ্রটি হলো ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল শুক্রবার সকালে ও দুপুরে দীঘিনালা সেনানিবাস থেকে দুটি হেলিকপ্টারযোগে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়।