'প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চাই না'

গাজীপুরের শ্রীপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ছবি: প্রথম আলো
গাজীপুরের শ্রীপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ছবি: প্রথম আলো

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ এবং গ্রহণযোগ্য নয়, এমন কোনো নির্বাচন করতে চাই না। আমরা অবশ্যই উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য করতে চাই।’ আজ শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘আমি কথা দিচ্ছি, যেকোনো পরিস্থিতিতে গ্রহণযোগ্য নির্বাচন করতে গিয়ে যদি আপনাদের কেউ চাপ দেয়, আপনারা যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন, শারীরিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হন, নির্বাচন কমিশন আপনাদের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। যদি পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, যে চাপ দিচ্ছে তাঁকে আমরা রেহাই দেব না।’

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার প্রমুখ।