দীঘিনালায় অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। ইতিমধ্যে প্রশাসন উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫টিকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

এ ছাড়াও ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে হেলিকপ্টারযোগে ভোট গ্রহণের সরঞ্জামসহ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল শুরু করেছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে তিনটি ভ্রাম্যমাণ আদালত থাকবেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের চারটি ভ্রাম্যমাণ দল, দুটি স্ট্রাইকিং ফোর্স ও চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ করবে।

পুলিশের দেওয়া তথ্যমতে, মেরুং ইউনিয়নের ১০টি কেন্দ্রের মধ্যে পাঁচটি, বোয়ালখালীর (সদর) পাঁচটি কেন্দ্রের মধ্যে একটি, কবাখালী চারটি কেন্দ্রের মধ্যে দুইটি, দীঘিনালার চারটি কেন্দ্রের মধ্যে তিনটি, বাবুছড়ার পাঁচটি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রকে (গুরুত্বপূর্ণ) ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি বিজিবির চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, পুলিশের তদন্তে ২৮টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

নির্বাচনে পাঁচটি ইউনিয়নের ২৮টি কেন্দ্রে উপজেলায় ৭৫ হাজার ৫৪০ জন ভোটার রয়েছেন। নির্বাচনে ৯ হাজার ৬৬৮ জন নতুন ভোটার ভোট দেবেন। ২৮ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১৭৭ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২৫৫ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।