লোহার পাতে চাপা পড়ে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নিহত ২ শ্রমিক

বাগেরহাটের রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে কাজ করার সময় লোহার পাতের (মেটাল ক্যাসিং) নিচে চাপা পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁদের মৃত্যু হয়। নিহত শ্রমিকদের লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববার দুপুর পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

৩ মার্চ দুর্ঘটনার শিকার হয়ে এখানেই দুই শ্রমিক নিহত হয়েছিলেন।

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের স্থানীয় এক ঠিকাদার পার্থপ্রতিম জানান, কেন্দ্রের নির্মাণকাজে মাটিতে স্থাপনের সময় লোহার তৈরি একটি মেটাল ক্যাসিং ফসকে পড়ে গেলে তার নিচে দুই শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। নিহত শ্রমিকেরা হলেন চাঁপাইনবাবগঞ্জের কালীনগর গ্রামের আফসার উদ্দিনের ছেলে নাছির উদ্দিন (২৭) ও বাগেরহাটের রামপালের আদাঘাট গ্রামের ফজলু রহমানের ছেলে আসাবুর রহমান। সাড়ে ৭ মিটার চওড়া ও ১৮ মিটার লম্বার মেটাল ক্যাসিংটি ফসকে পড়ে এ ঘটনা ঘটে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে তাঁদের কিছু জানানো হয়নি। এর আগেও ৩ মার্চ দুর্ঘটনার শিকার হয়ে একই জায়গায় আরও দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।