সাংবাদিক সফিউল আলম রাজার মরদেহ উদ্ধার

সাংবাদিক ও ভাওয়াইয়া শিল্পী শফিউল আলম রাজা আর নেই। ছবি: সংগৃহীত
সাংবাদিক ও ভাওয়াইয়া শিল্পী শফিউল আলম রাজা আর নেই। ছবি: সংগৃহীত

সাংবাদিক ও ভাওয়াইয়া গানের শিল্পী সফিউল আলম রাজার (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার গানের স্কুল কলতানের একটি কক্ষের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রাজার পরিবারের সদস্যদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। পারিবারিক সূত্র জানায়, রাজা কলতান নামে একটি গানের স্কুল চালাতেন। আজ দুপুরের দিকে একটি কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। পরিবারের সদস্যরা সাংবাদিক রাজার হৃদরোগে মৃত্যু হয়েছে বলে আমাদের জানিয়েছেন। তারপরও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

রাজার জন্ম কুড়িগ্রামের চিলমারীতে। তিনি দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ অনলাইন নিউজপোর্টাল প্রিয়ডটকমের প্রধান প্রতিবেদক হিসেবে নিয়োজিত ছিলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য সফিউল আলম রাজা সংগঠনটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক রাজার দুই সন্তান।