লুকিয়ে সোনার বার এনে দুই নারী ক্রু ধরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি সোনার বারসহ সৌদি এয়ারলাইনসের দুই নারী ক্রুকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

আটক হওয়া দুই নারী ক্রু হলেন সায়মা আক্তার ও ফারজানা আফরোজ।

গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে সৌদি এয়ারলাইনসের এসভি-৮০২ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। পরে শুল্ক কর্তৃপক্ষ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় দুই নারী ক্রুকে আটক করে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসের প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শুল্ক কর্তৃপক্ষ ও এপিবিএন সূত্র জানায়, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। আর ফারজানা আফরোজের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি সোনার বার।

ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় টহলে ছিল কাস্টম হাউসের একটি দল। তারা রাত দুইটার দিকে সৌদি আরব থেকে আসা সৌদি এয়ারলাইনসের দুই ক্রুকে অনুসরণ করে। গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তাঁদের কাছে শুল্ককর–আরোপযোগ্য কোনো পণ্য আছে কি না, তা জানতে চাওয়া হয়। প্রথমে তাঁরা অস্বীকার করেন। পরে বিমানবন্দরের নারী কর্মকর্তাদের দিয়ে তল্লাশি করা হয়। তাঁদের অন্তর্বাসে লুকিয়ে রাখা সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ৩৬টি সোনার বারের ওজন ৪ কেজি ২০০ গ্রাম। আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

এ ঘটনায় শুল্ক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দুজনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।