'ব্যালট বাক্স ছিনতাইচেষ্টা হলে সুস্থ ফিরতে পারবেন না'

কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে যা যা করণীয় তাই করা হবে। কেউ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে সুস্থ শরীর নিয়ে ফিরতে পারবে না।

গতকাল রোববার বেলা তিনটার দিকে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা চাই, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনটি হোক। এ জন্য চকরিয়া উপজেলায় ১ হাজার ১০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন শতভাগ সুষ্ঠু করাই আমাদের লক্ষ্য।।’

অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।