ভোটের জন্য হানিফের অন্য রকম পদযাত্রা

মোহাম্মদ হানিফ
মোহাম্মদ হানিফ

ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রায় নেমেছেন মোহাম্মদ হানিফ (৩৮) নামের এক যুবক। গতকাল রোববার সন্ধ্যায় ১৫০ কিলোমিটার হেঁটে তিনি চট্টগ্রামের লোহাগাড়ায় পৌঁছান।

এর আগে ১৪ মার্চ কক্সবাজারের টেকনাফ সদর থেকে হানিফ হেঁটে তেঁতুলিয়ার উদ্দেশে রওনা দেন। পথে পথে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি–সংবলিত প্রচারপত্র বিতরণ করছেন। মোহাম্মদ হানিফ নোয়াখালী সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের আবদুল মান্নান রেনু মিয়ার ছেলে। তিনি সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত।

হানিফ প্রথম আলোকে বলেন, ‘ভোটের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। ভোট নিয়ে নানা ধরনের বিতর্কিত কথাবার্তা হচ্ছে। সে বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্যই আমার এই উদ্যোগ।’ তিনি বলেন, ‘যেদিন শুরু করেছি সেদিন ৪৫ কিলোমিটার হেঁটেছি। এখন দৈনিক ৩৫ কিলোমিটার হাঁটছি। আমি তেঁতুলিয়া পৌঁছাতে সবার দোয়া ও সহযোগিতা চাই।’