উপাচার্যের কার্যালয়ের সামনে আন্দোলনকারীরা

পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি। ঢাকা, ১৮ মার্চ, ছবি: দীপু মালাকার
পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি। ঢাকা, ১৮ মার্চ, ছবি: দীপু মালাকার

ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু করেন পাঁচ প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা। তার আগে বেলা ১১টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন আন্দোলনকারীরা।

রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পাঁচ প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মিছিল করেন। পরে তাঁরা উপাচার্যের কার্যালয়ের সামনে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন শিক্ষার্থীরা।

গতকাল রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকের কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া অন্য সব সংগঠন। আজ ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন তাঁরা।

পুনর্নির্বাচন ছাড়াও আন্দোলনকারীদের আরও তিনটি দাবি রয়েছে। সেগুলো হলো উপাচার্যের পদত্যাগ, মামলা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তি প্রদান।

পাঁচ প্যানেলের প্রার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। ঢাকা, ১৮ মার্চ, ছবি: দীপু মালাকার
পাঁচ প্যানেলের প্রার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। ঢাকা, ১৮ মার্চ, ছবি: দীপু মালাকার

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ‘প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির’ সভায় অভিষেকের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান প্রক্টর গোলাম রাব্বানী।

দীর্ঘ প্রায় ২৯ বছর পর ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন হয়। নানা অনিয়মের অভিযোগ এনে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাম ছাত্রসংগঠনের জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন।